বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

কক্সবাজার প্রতিনিধি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আগামী ৩১ জানুয়ারি রায়ের দিন ধার্য হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল গতকাল এ দিন ধার্য করেন। মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষ হয় এদিন দুপুর ১টার দিকে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান জানান, এ মামলার সাক্ষীদের সাক্ষ্য এভিডেন্স তথ্যপ্রমাণে প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে যে, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যা করেছে।

আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানান, সিনহা হত্যাকান্ডে ওসি প্রদীপ জড়িত ছিলেন না। মামলার এভিডেন্স অনুযায়ী আসামির ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি। রানা দাশগুপ্ত এ মামলায় ওসি প্রদীপকে খালাস প্রদানের দাবি জানান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মামলার আসামি ওসি প্রদীপসহ এ মামলার ১৫ জন আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

সর্বশেষ খবর