বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

২০ বছর পর গ্রেফতার হলেন কিলার সেলিম

নিজস্ব প্রতিবেদক

ভাঙা তরী ছেঁড়া পাল গানের মডেল হয়ে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পাওয়া সেলিম ফকির ওরফে হেলাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। সেলিম ফকির একাধিক হত্যা মামলার পলাতক আসামি। র‌্যাব কর্মকর্তারা জানান, গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, নিজের পরিচয় গোপন করতেই বেশভূষা পরিবর্তন করে বড় চুল ও দাড়ি রাখেন সেলিম। কয়েকটি মিউজিক ভিডিওতে বাউল বেশে হাজির হয়ে তিনি পরিচিতি পান। এর মধ্যে ভাঙা তরী ছেঁড়া পাল গানটি বেশ জনপ্রিয়তাও পায়। সেলিম ফকির বিভিন্ন মাজার বা রেলস্টেশনে থাকতেন। সেলিম অন্তত তিনটি হত্যাকান্ডের সঙ্গে জড়িত। বাউলের বেশভূষা নিয়ে বহু বছর ধরে সে নিজেকে আড়াল করে রেখেছেন। সেলিম ফকির, হেলাল, হেলাল হোসেন- এরকম বিভিন্ন নাম ব্যবহার করে আসছিলেন পলাতক এই আসামি।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর