বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ গতকাল শেষ হয়েছে। আইএসপিআর জানায়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বানৌজা সমুদ্র অভিযান থেকে সমাপনী দিবসের মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৫ দিনের এ মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার অংশ নেয়। এ ছাড়াও কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর