শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অভিযোগ অস্বীকারের আত্মতৃপ্তি রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলেছে : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ, দাতা দেশ এবং বেসরকারি সংস্থাগুলোর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে উত্থাপিত সব অভিযোগ অস্বীকারে সরকারের আত্মতৃপ্তির অপকৌশল রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলেছে বলে অভিযোগ করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি সরকারের এমন কর্মকান্ডে উদ্বেগ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে আ স ম রব বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিদারুণ হাহাকারে সরকার মানবিক সহায়তা না দিয়ে নতুন করে তথ্য জানতে চাওয়ার মাধ্যমে তাদের হয়রানি করছে। যা বিপর্যস্ত পরিবারগুলোকে আরও ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এর মাধ্যমে নিরাপত্তা বাহিনীর দ্বারা বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন মোকাবিলা করার কোনো অভিপ্রায়ই সরকারের নেই তা প্রমাণিত হয়েছে। আ স ম রব বলেন, দীর্ঘদিন নিখোঁজ থাকা এসব ব্যক্তিকে খুঁজে বের করা ও অন্যায়ে জড়িতদের চিহ্নিত করার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অপতৎপরতার মাধ্যমে প্রজাতন্ত্রের সংবিধান উপেক্ষা করা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। গুমের শিকার এসব পরিবার দিনের পর দিন স্বজনদের ফেরার প্রতীক্ষায় রয়েছেন, প্রতিটি মুহূর্ত তারা নিরাপত্তাহীনতা আর ভীতির মধ্যে কাটাচ্ছেন।

এ অবস্থায় মানবিক সহায়তার বদলে তথ্য সংগ্রহের নামে তাদের বাস্তবতাকে আরও ভয়ংকরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর