মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পোশাককর্মীকে ধর্ষণের ভিডিও ধারণ, আটক ৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পোশাককর্মীকে ধর্ষণ ও ধারণ করা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা নিয়েছে অভিযুক্তরা। রবিবার সন্ধ্যায় মহানগরীর কাশিমপুর থানাধীন পশ্চিম পানিশাইল এলাকার (নয়দাগ) আরকে টেক্সটাইল মিল সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারের কাছে নির্জন জায়গায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল নির্যাতিতা পোশাক শ্রমিক বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেছেন। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে ধর্ষকসহ তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ।

মামলার বরাত দিয়ে কাশিমপুর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ওই নারী কাশিমপুরের পানিশাইল এলাকায় মামা-মামির সঙ্গে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করে আসছেন। একই কারখানায় চাকরি করার সুবাদে আবু বক্কর সিদ্দিক রাহাত (২০) নামে এক শ্রমিকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই নারীকে নতুন বাসাভাড়া নেওয়ার কথা বলে রাহাত সন্ধ্যা সোয়া ৬টার দিকে কৌশলে কাশিমপুর থানাধীন পশ্চিম পানিশাইল এলাকার (নয়দাগ) আরকে টেক্সটাইলের পরিত্যক্ত কোয়ার্টারের কাছে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অপেক্ষায় থাকা চারজন ওই নারীকে পথরোধ করে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে মোবারক নামে একজন তাকে ধর্ষণ করে। অপর চারজন মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করে। ধর্ষণের পর ধর্ষণকারী ও তার সহযোগীরা ওই নারীর কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তখন বাধ্য হয়ে ওই নারী তার বাবাকে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা এনে অভিযুক্তদের দেয়। এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাকে ওই স্থান থেকে বিদায় করে দেয়। পর দিন ওই নারী থানায় মামলা করলে পুলিশ পাঁচজনকে আটক করে।

সর্বশেষ খবর