বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা নেতা আবদুল হাইয়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা নেতা আবদুল হাইয়ের ইন্তেকাল

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও যুদ্ধকালীল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই (৭২) আর নেই।  করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা হয়েছে। আজ সকাল ১১টায় সোনাগাজীর নবাবপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, ফেনীর সাবেক এমপি জয়নাল আবদীন (ভিপি), মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা নেতা আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।

সর্বশেষ খবর