শিরোনাম
বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জন্মদিনে মমতাজউদদীন আহমদ স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

তথ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণ, আলোচনা, আবৃত্তি ও গানে গানে প্রয়াত নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী উদযাপন করেছে নাটকের দল থিয়েটার। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই মমতাজউদদীন আহমদের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর মমতাজউদদীন আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন প্রমুখ।আলোচনার বিরতিতে প্রয়াত এ নাট্যজনের প্রিয় কবিতাগুলো আবৃত্তি করেন ড. শাহাদাৎ হোসেন নিপু ও মীর বরকত। সংগীত পরিবেশন করেন ছায়া কর্মকার।

বক্তারা বলেন, শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি নাটকের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। নিজের পরিবারের মতোই ভালোবাসতেন নাটককে। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে নাটককেই জীবনের একমাত্র সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন।

সর্বশেষ খবর