শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন ৩৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যাংকের কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব ব্যাংকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুসারে, প্রবেশনারিকাল শেষে কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন হবে ৩৯ হাজার টাকা এবং অফিস সহায়কদের বেতন হবে ২৪ হাজার টাকা। এই বেতন কাঠামো আগামী মার্চ থেকে কার্যকর হবে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একনিষ্ঠতা ও কর্মস্পৃহা অটুট রাখতে তাদের যথাযথ বেতন-ভাতা প্রদান আবশ্যক। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গেছে, কতিপয় ব্যাংক-কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের বেতন-ভাতা যথাযথভাবে নির্ধারণ না করে ইচ্ছামাফিক নির্ধারণ করা হচ্ছে; যা একই ব্যাংকের অন্যান্য উচ্চ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বিদ্যমান বেতন-ভাতাদির তুলনায় খুবই কম। উচ্চ এবং নিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদির মধ্যে এত অস্বাভাবিক ব্যবধান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো কোনো ব্যাংকে একই পদে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা ভিন্ন ভিন্ন বেতন-ভাতাদি প্রাপ্ত হচ্ছেন। ফলে অদক্ষতা, অসম প্রতিযোগিতা ও নৈতিক অবক্ষয়সহ বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনা ও সুশাসনের ক্ষেত্রে অন্তরায়।

সর্বশেষ খবর