রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভোটে ব্লক চেইন পদ্ধতি চায় জাকের পার্টি

নিজস্ব প্রতিবেদক

ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ভোট গ্রহণের আহ্বান জানিয়েছে জাকের পার্টি। দলটির দাবি, ব্লক চেইন (ব্লকের তৈরি শিকল) প্রধানত লেনদেনের প্রযুক্তি। এ প্রযুক্তিতে গরমিল করা সম্ভব নয়। গতকাল রাজধানীর বনানীতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এ আহ্বান জানান। ভোটার ডাটা ব্লক চেইনের মাধ্যমে স্টোর করা এবং ভোটের ডাটাবেজ দেশের সব নাগরিকের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, ব্লক চেইন পদ্ধতি নন হ্যাকেবল, বাকি সব পদ্ধতি হ্যাকিং হতে পারে। গত ডিসেম্বরে জাকের পার্টি আয়োজিত বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয় জানাতে এ সংবাদ সম্মেলন করেন মোস্তফা আমীর ফয়সল। এতে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সলসহ দলের বিভিন্ন সারির নেতা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর