বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ফলে আগের তারিখ, অর্থাৎ আগামী ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন শাহ মনজুরুল হক, অন্যদিকে চলচ্চিত্র সমিতির পক্ষে শুনানি করেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে শাহ মনজুরুল হক সাংবাদিকদের বলেন, যেহেতু নির্বাচনের আর দুদিন বাকি, সে জন্য আদালত নির্বাচন স্থগিত করেননি। তবে সম্পূরক রুল চেয়ে যে আবেদন ছিল, সেটি নথিভুক্ত করেছেন আদালত। পাশাপাশি নতুন করে ৮৭ জনের অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করেছেন। এখন রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় ঘোষণা করবেন।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দেওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ খবর