রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গাড়িচালকদের প্রশিক্ষণ চেয়ে সায়েদাবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় উদ্যোগে সব গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ‘নিরাপদ সড়ক ও হাফ পাস আমাদের অধিকার’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ‘নিরাপদ সড়ক ও হাফ পাস আমাদের অধিকার’-এর সমন্বয়ক সোহাগী সামিয়ার নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনালে অবস্থান করা চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে সোহাগী সামিয়া বলেন, আমরা ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছি। আমরা বলতে চাই, চালকরা যদি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে না পারেন, তাহলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশে চালকরা ১৮ থেকে ২০ ঘণ্টা গাড়ি চালান। এত পরিশ্রমে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা দাবি করেছি, চালকদের কর্মঘণ্টা ৬ ঘণ্টা করতে হবে। চালকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। বাংলাদেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস সরকারি বিজ্ঞাপন দিয়ে নিশ্চিত করতে হবে। হাফ পাসের জন্য কোনো সময় বা দিন নির্ধারণ করে দেওয়া যাবে না। বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ খবর