সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে শুরু হলো বইমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের এম. এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। গতকাল বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চসিকের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধুকে নিবেদিত একুশে বইমেলা উদ্বোধন করা হয় জাতীয় পতাকা, চসিকের পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে। উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন চসিক মাদরাসা পরিদর্শক মওলানা হারুনুর রশীদ চৌধুরী। অনুষ্ঠানে দুর্বার বাংলা সাপ্তাহিকের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে মেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এবার ১৯ দিনব্যাপী এই মেলায় থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, পেশাজীবী সমাবেশ, ছড়া উৎসব, চাটগাঁ উৎসব, মরমি উৎসব, কবিতা উৎসব, নৃগোষ্ঠী উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বিতর্ক প্রতিযোগিতা। এসব বর্ণিল আয়োজনে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবেন।

সর্বশেষ খবর