রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চার প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিআরপির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, গতকাল ধানমন্ডির জাসটিস আমিন আহমেদ টাওয়ারে ক্যাফে রিও এবং দি ফরেস্ট লাউঞ্জকে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ তরল দুধ সংরক্ষণের অপরাধে ২ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ধানমন্ডির বেয়ান্ড বিউটি পার্লার এবং মিস্টার বেকার প্রতিষ্ঠান দুইটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ভাইবেস স্মাইলিং বিউটি অ্যান্ড লেজার প্রতিষ্ঠানটিকে মনিটরিং করা এবং বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সৌন্দর্যের ট্রিটমেন্টে ব্যবহৃত বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

সর্বশেষ খবর