বুধবার, ২ মার্চ, ২০২২ ০০:০০ টা

দিল্লির আইআইটির সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সমঝোতাপত্র সই হবে

নয়াদিল্লি প্রতিনিধি

নয়াদিল্লির মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করবে। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান সোমবার আইআইটির অধিকর্তা অধ্যাপক রংগন ব্যানার্জির সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এই সমঝোতা অনুসারে বর্তমানে যে সহযোগিতার ক্ষেত্র রয়েছে তাকে প্রসারিত করা হবে। বিশেষ করে গবেষণা ক্ষেত্রে। আলোচনার সময়ে আইআইটি অধিকর্তা বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুসারে বিশেষ স্নাতকোত্তর শিক্ষাক্রম চালু করার প্রস্তাব দেন।

এর মধ্যে রয়েছে বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ ও পরিকাঠামো ক্ষেত্র। সমঝোতাপত্র অনুসারে মতবিনিময়ের জন্য দুই দেশের প্রতিষ্ঠানের শিক্ষকরা একে অপরের দেশে সফর করবেন। সোমবার আলোচনার সময়ে বিভিন্ন শিক্ষাবিভাগের ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।

আআইটিতে বর্তমানে বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। তাদের সঙ্গেও হাইকমিশনার মতবিনিময় করেন। ঢাকায় আইআইটি ধাঁচে স্টেট অব আর্ট পরীক্ষাগার গড়ে তোলা নিয়েও কথা হয়েছে।

সর্বশেষ খবর