বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার পশ্চিম মাতাপুর রেলগেট এলাকায় রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত চারজনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রুকিন্দিপুর ঘোষপাড়া গ্রামের সোহেল চৌধুরী (৩৫), রুকিন্দিপুর পুকুরপাড় গ্রামের শাকিল আহাম্মেদ (৪৮), রুকিন্দিপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৪২) ও মুনইল গ্রামের আনোয়ার  হোসেন (৪০)।

স্থানীয়রা জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী গ্রুপের লোকজন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি আহসান কবীর পল্লবের সমর্থকদের ওপর হামলা চালায়। এ  সংঘর্ষে ১০ জন আহত হন। আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবীর পল্লব বলেন, আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, ছাত্রলীগের রুকিন্দিপুর ইউনিয়ন আহ্বায়ক মাহফুজ চৌধুরীর নেতৃত্বে আরাফাত, বেলাল, মেহেদীসহ ৮-১০ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আওয়ামী লীগের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। রুকিন্দিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, আহসান কবীর পল্লবের সমর্থকরা তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে তাকে মারপিট করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, পশ্চিম মাতাপুর রেলগেট এলাকায় দুই পক্ষের মধ্যে মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হওয়ার কথা জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর