রবিবার, ৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

কিডনি সুরক্ষায় বেশি প্রয়োজন সচেতনতা

নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাম্পাস আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেছেন, বিশ্বব্যাপী কিডনি রোগ ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। কিডনি রোগের চিকিৎসা খরচ বেশি হওয়ায় সিংহভাগ রোগীই প্রায় বিনা চিকিৎসায় মারা যান। এ জন্য প্রয়োজন জনসচেনতা। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ভিডিও বার্তায় জানান, কিডনি রোগের প্রকোপ ব্যাপক, চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি। তবে এই রোগ প্রতিরোধ যোগ্য। এই লক্ষ্যে জনগণের মধ্যে গণসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনায় আরও অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্থপতি ইকবাল হাবিব, অধ্যাপক ডা. এম এ সালাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. এম এ সামাদ।

সর্বশেষ খবর