সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

দুই বছরের সেশনজট নিয়ে শেকৃবিতে নবীনদের যাত্রা

ওলী আহম্মেদ, শেকৃবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ¯œাতক শ্রেণিতে চারটি অনুষদে ভর্তি নবীনরা করোনাকালের প্রভাব ও বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক সেশনজট মিলে দুই বছরের বেশি সেশনজট নিয়ে শুরু করল তাদের বিশ্ববিদ্যালয় জীবন। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের করণীয় ও দিক-নির্দেশনামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সশরীর শ্রেণিকার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। তথ্যমতে, ¯œাতক শ্রেণিতে ভর্তি হওয়া এ নবীন শিক্ষার্থীদের পূর্ব ধারাবাহিকতা অনুযায়ী ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্রেণিকার্যক্রম শুরুর কথা থাকলেও ২০২২ সালে মার্চের প্রথম সপ্তাহে শুরু করতে হলো পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম। করোনা মহামারিতে দীর্ঘদিন সব পর্যায়ের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতেই অনেক সময় লেগে যায় বিধায় এক বছরের অধিক সেশনজট সেই সঙ্গে শেকৃবির প্রত্যেক অনুষদে ন্যূনতম এক বছরের গতানুগতিক সেশনজট মিলে দুই বছর কিংবা ততধিক সেশনজট সঙ্গে নিয়েই শুরু হলো ¯œাতক নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন। অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, ‘নবীন শিক্ষার্থীরা ১৪ মাসের যে বাঁধানো সেশনজট নিয়ে তাদের শ্রেণিকার্যক্রম শুরু করল, আমরা সেই ১৪ মাসকে কমিয়ে আনার চেষ্টা করব।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবীনদের স্বাগত জানিয়ে বলেন, ‘১০ হাজার বছর আগে আমাদের কোনো ফসল ছিল না, সবই ছিল বুনো গাছ-গাছালি। সেই বুনো গাছ-গাছালিকে মানুষ ফসল বানিয়েছে, বন্যপ্রাণীকেই মানুষ আজ পশুপালনে রূপান্তর করেছে। সুতরাং কৃষিই বন্যমানুষকে মানুষ করেছে। সেদিক থেকে পৃথিবীর আদিমতম বাঁচার যে অবলম্বন সেই কৃষির ছাত্র তোমরা। আজকে যে বিষয়ে তোমরা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছ তা নিঃসন্দেহে একটি মহিমান্বিত পেশা, যা পৃথিবীজুড়ে লাখো-কোটি মানুষের খাদ্য-পুষ্টি ও বস্ত্রের সংস্থান, গবেষণা ও সম্প্রসারণ আমরা করে থাকি। আমরা তোমাদের সংস্কৃতি ও বিজ্ঞানমনা মানুষ হিসেবে দেখতে চাই।’

শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর