শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পরিচয় গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন বলিউড নায়িকা সানি লিওন। তবে তা দৃষ্টিগোচর হওয়ায় তার ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। গতকাল সন্ধ্যায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘দশম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, উৎসব পরিচালক তারেক আহমেদ বক্তৃতা করেন। তথ্যমন্ত্রী বলেন, ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওনকেও অনুমতি দেওয়া হয়। কিন্তু যে সানি লিওন নামে তিনি পরিচিত, তা গোপন করা হয়। ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিল। তিনি যে পরিচয় গোপন করেছেন তা অপরাধ। ড. হাছান মাহমুদ বলেন, বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে। যারা গোপন করেছেন তারা অন্যায় করেছেন। যারা তাকে আনতে চেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্রশিল্পের খারাপ দিন কেটে গেছে। আগামী দিন ভালোই হবে, খারাপের দিকে আর যাবে না সিনেমা।

সর্বশেষ খবর