শিরোনাম
মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী ভোট গ্রহণ আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচনের দুই দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। আজকের মতো আগামীকালও সকাল ১০টায় শুরু হয়ে মাঝে বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ৫১টি বুথে সমিতির ৮ হাজার ৬২৩ জন সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) ১৪ জন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (নীল প্যানেল) ১৪ জন ছাড়াও ছয়জন স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ছেন। নির্বাচন পরিচালনায় সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি রয়েছে। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি ও কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

ব্যালটে নাম থাকবে তানিয়া আমীরের: এদিকে সভাপতি পদের প্রার্থী হিসেবে ব্যারিস্টার তানিয়া আমীর নিজের প্রার্থিতা প্রত্যাহারে ঘোষণা দিলেও ব্যালট পেপারে তার নাম থাকছে বলে জানা গেছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, প্রত্যাহারের নির্ধারিত সময়ের পরে তিনি চিঠি পাঠান। জানতে চাইলে ব্যারিস্টার তানিয়া আমীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে  সুপ্রিম কোর্ট বারে নজীর বিহীন সংকট চলছে। ভুয়া ভোটার তালিকা দিয়ে ভোট হচ্ছে। সভাপতি ছাড়া কমিটি চলছে। সংকট নিরসনে সাধারণ আইনজীবীরা তলবি সভা করেছে। তাই আমি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমি বারে চিঠি দেওয়ার পরও ব্যালটে আমার নাম থাকছে বলে শুনেছি।

 

সর্বশেষ খবর