বুধবার, ১৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

বিএনপির নির্বাচন নিয়ে মাথাব্যথা নেই : হানিফ

হবিগঞ্জ প্রতিনিধি

আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারবে না বলে তাদের নির্বাচন নিয়ে মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপির শীর্ষ দুই নেতা দন্ডপ্রাপ্ত। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে বিদেশিদের কাছে লবিস্ট নিয়োগ করছে। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে লড়ে জয়লাভ করতে পারবে না বলে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা জানে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ধ্বংস করতে পারলেই তারা ক্ষমতায় আসতে পারবে।  গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এমপি আবদুল মজিদ খান, এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিল্লাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক সায়েম খান, আওয়ামী লীগ নেতা আজিজুস ছামাদ ডন, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ। হানিফ বলেন, বিএনপি-জামায়াতের কিছু সুবিধাভোগী আওয়ামী লীগে যোগদান করছে। তারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ থেকে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর