বুধবার, ১৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি ও খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ও ১৯ মার্চ দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন দৃঢ়চেতা, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। দৃঢ় ও অটুট মনোবল, সরল ও অনাড়ম্বর জীবনযাপন এবং প্রখর ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতায় একজন ব্যতিক্রমী মানুষ। ওয়ান-ইলেভেনে দেশের এক চরম রাজনৈতিক সংকটের সময় বিএনপি মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার তাঁর যোগ্য নেতৃত্বে দেশ ও দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে সক্ষম হয়েছিলেন।

দিনটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে : আজ দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ার পাঁচুরিয়া গ্রামে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯ মার্চ বিকালে জাতীয় প্রেস ক্লাবে খোন্দকার দেলোয়ার হোসেন স্মরণে আলোচনা সভা রয়েছে। খোন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

সর্বশেষ খবর