শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

পাবনায় ট্রেন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পাবনার হার্ডিঞ্জ ব্রিজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. মাহবুব আলম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মাহবুবের মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায় বেড়াতে যাচ্ছিলেন বলে তার ঘনিষ্ঠ বন্ধুদের থেকে জানা গেছে। মাহবুব বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে সংযুক্ত। তার বন্ধু ইমরান জানান, গতকাল বেলা ১১টায় আমার সঙ্গে ওর সর্বশেষ কথা হয়েছে। সে ট্যুরে যাবে বলে হল থেকে বেরিয়ে যায়। একটু আগে জানতে পেরেছি সে ট্রেনে করে যাওয়ার পথে মারা গেছে। দুপুর ১টার দিকে নিহতের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তিনি ১০ ঘণ্টা আগে ফেসবুক ডে-তে ‘স্টোরি’ আপলোড করেছিলেন। সেখানে ট্রেনের ছাদে সদ্যপরিচয় হওয়া একজনের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা ‘কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা, কঠিন তবুও আনন্দঘন, মাঝপথে জুটেছিল অপরিচিত সঙ্গী’। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন মাস্টার সুমি জানান, তার আগের শিফটের ডিউটিরত স্টেশন মাস্টার হার্ডিঞ্জ ব্রিজের নিরাপত্তারক্ষীদের থেকে জানতে পারেন, সেখানে একটি লাশ পাওয়া গেছে। এরপর তিনি পোড়াদহ রেলওয়ে থানায় জানান।

সর্বশেষ খবর