শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

টানা তিন দিনের ছুটিতে বাড়ি যাওয়ার হিড়িক, যানজট

নিজস্ব প্রতিবেদক

টানা তিন দিনের ছুটি পেয়ে বাড়ি যাওয়ার হিড়িক পড়েছে। রাজধানী ঢাকা ছেড়ে বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও প্রাইভেটকারে বাড়ির দিকে রওয়ানা দেন অনেকে। ফলে রাস্তায় অন্য দিনের তুলনায় গাড়ির চাপ বেড়ে যায়। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়েছে। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক হয়ে যারা বাড়িতে গিয়েছেন তাদের ২০ কিলোমিটার যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কেরও একই অবস্থা ছিল। এই মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এছাড়া দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ও আরিচার দিকে যারা গিয়েছেন তাদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, টানা তিনদিনের ছুটিতে ঘরমুখো লোকজনের প্রচুর চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকার পরও যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ফেরিপারের অপেক্ষায় থাকতে হচ্ছে চালক ও যাত্রীদের। টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সল্ল্যা নামক স্থানে বুধবার রাতে যানবাহন বিকল হওয়ায় যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এতে করে গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে প্রায় ২০ কিলোমিটার যানজট দেখা দেয়। কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, টানা তিনদিনের ছুটিতে যানবাহনের চাপ ও মহাসড়কের সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদাকান্দি অংশে দিনভর যানজটের দুর্ভোগ লেগে ছিলো।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, মহাসড়কে গাড়ির চাপ ও সংস্কার কাজের কারণে যানজট সৃষ্টি হয়েছে। বিকালে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। রাস্তা ক্লিয়ার রাখতে আমরা কাজ করছি।

সর্বশেষ খবর