মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে  লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ৭৫৮ পয়েন্ট ছুঁয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৫৩টির। ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৫৭ লাখ টাকা। আগের দিন রবিবারের তুলনায় লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬৯ লাখ টাকা। এখানে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার।  কোম্পানিটির ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ টাকা ২০ পয়সা কমে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৫৪ টাকা। দ্বিতীয় শীর্ষে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৪৬ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩৬ লাখ টাকা। ১১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪০টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর