মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

রোজায় অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল সশরীরে অনুষ্ঠিত হয় এ বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, পবিত্র রমজান মাসে ব্যাংক চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে রমজান শুরু হবে। প্রতি বছরই রমজান মাসের জন্য অফিস সময় পুননির্ধারণ করা হয়।

সর্বশেষ খবর