মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি বলেছে- বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দিতে হুয়াওয়ে নিবিড়ভাবে কাজ করে যেতে চায়। এ জন্য সামনের দিনগুলোতেও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে হুয়াওয়ে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

গতকাল দুপুরে বিশ্বব্যাপী একযোগে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফ্যাং বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ২৩ বছর ধরে হুয়াওয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই সময়ে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনেক এগিয়েছে এবং এই উত্তরণে সক্রিয় অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের সামনে যে অমিত সম্ভাবনা সে ক্ষেত্রে ইনোভেশন, লোকালাইজেশন ও কলাবোরেশনের মাধ্যমে কাজ করে যেতে চাই আমরা।

 বাংলাদেশের ময়মনসিংহ সোলার প্লান্টে হুয়াওয়ের স্মার্ট ফটোভোলটিক সল্যুশন ব্যবহার করা হয়েছে। এ বছর বাংলাদেশে এই খাতগুলোর আরও বেশি সহযোগী হয়ে উঠতে চায় হুয়াওয়ে।

প্রসঙ্গত, ক্লাউড হচ্ছে কম্পিউটিংয়ের বিশেষ সার্ভিস, যা বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে কম্পিউটিং সার্ভিস হিসেবে ব্যবহার করা যায়। ক্লাউডে তথ্য রাখলে তথ্য চুরি, হার্ড ড্রাইভ অচল হয়ে যাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পায়। এ ছাড়া যে কোনো স্থানে বা ইন্টারনেট সুবিধাসম্পন্ন যন্ত্র থেকে তা ব্যবহার করা যায়।

সর্বশেষ খবর