বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

মানবতাবাদী লেখক ডা. লুৎফর রহমানের ৮৬তম মৃত্যুবার্ষিকী

মানবতাবাদী লেখক ডা. মোহাম্মদ লুৎফর রহমানের ৮৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। নীতিবাদী চিন্তক ও সমাজ সংস্করক মোহাম্মদ লুৎফর রহমান তাঁর সাহিত্যের মাধ্যমে নৈতিক শিক্ষা দিয়ে মানুষকে আদর্শিক জীবন গঠনে উজ্জীবিত করে গেছেন। তিনি ১৮৮৯ সালে মাগুরার পারনান্দুয়ালী গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস একই জেলার হাজীপুর গ্রামে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডা. লুৎফর রহমান একাডেমির উদ্যোগে খুলনা সাহিত্য পরিষদ ও মাগুরা জেলা কল্যাণ সমিতি আজ সন্ধ্যায় খুলনা মহানগরীর শান্তিধাম মোড়ের সাহিত্য পরিষদ প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মাজহারুল হান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. রুবেল আনছার ও গবেষক বিভূতিভূষণ মন্ডল। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর