বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গতকাল বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যকার নবায়নকৃত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক ও কুয়েত সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল ড. খালেদ আলী হাসান হাজি আল কান্দারি এ চুক্তি স্বাক্ষর করেন। আইএসপিআর জানায়, চুক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন, তাদের সুযোগ-সুবিধা ও আর্থিক সংশ্লিষ্টতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কুয়েত সশস্ত্র বাহিনীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ মার্চ ঢাকায় আসেন। পরে ২৭-২৯ মার্চ পর্যন্ত দুই দেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলদ্বয়ের মধ্যে প্রটোকল চুক্তি স্বাক্ষরের আলোচনা হয়।

উল্লেখ্য, গত ৩০ বছর যাবৎ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েত পুনর্গঠনে সুনামের সঙ্গে কাজ করছে।

সর্বশেষ খবর