রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিএনপির মিথ্যাচার অন্তত এক মাস বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মিথ্যাচার রমজান মাসে বন্ধ থাকবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আগামীকাল (আজ) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করব সব মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে। মন্ত্রী বলেন, ‘শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। গতকাল দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট আবৃত্তি শিল্পী হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন। এ সময় দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত  রায় নন্দী উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে। এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তাদের নেতারা উ™£ান্তের মতো কথা বলছেন। তিনি বলেন, দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসাবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল। কিন্তু তিনি ‘অকালে আমাদের ছেড়ে চলে গেছেন’ উল্লেখ করে ড. হাছান বলেন, তার এ বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে। জাতির সংস্কৃতি অঙ্গন এবং কবিতাচর্চাকারীরা তার অভাব অনুভব করবেন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।

সর্বশেষ খবর