সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
দুই কৃষকের আত্মহত্যা

কৃষকদলের দুই দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষকের ‘আত্মহত্যা’র ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষকদল। গতকাল রাজধানীর নয়া পল্টনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৬ এপ্রিল ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও ৭ এপ্রিল দেশব্যাপী জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। একজনের নাম রবি মারান্ডি, অন্যজন অভিনাথ মারান্ডি। এ দুই ভাই জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। কিন্তু পানির অভাবে নষ্ট হচ্ছিল তাদের ধান। অথচ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও তারা জমিতে সেচের পানির ব্যবস্থা করতে পারেননি। ফলে, হতাশা আর ব্যর্থতায় গত ২৩ মার্চ সন্ধ্যায় এ দুই কৃষক আত্মহত্যা করেন।

বিএনপি নেতা বলেন, সারা দেশে বিক্ষোভ মানববন্ধনে উত্তাল জনতাকে সামলাতে কৃষি মন্ত্রণালয় নামকাওয়াস্তে তদন্ত কমিটি করেছে।

সর্বশেষ খবর