শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রমজানে প্রাণ ফিরেছে চট্টগ্রামের ঈদবাজারে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

করোনা প্রাদুর্ভাবের কারণে টানা দুই বছর স্থবির থাকার পর এবার প্রাণ ফিরেছে চট্টগ্রামের ঈদবাজারে। পবিত্র রমজান শুরু হতেই বাজারগুলো জমে উঠেছে। এতে ব্যবসায়ীদের মধ্যেও ফিরেছে স্বস্তি। এবার তারা দুই বছরের ক্ষতি পুষিয়ে লাভের আশা করছেন।

থান কাপড় ও তৈরি পোশাকের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই পুরোদমে জমে উঠেছে টেরিবাজার। এতে ব্যবসায়ীদের মুখে ফিরে এসেছে হাসি। আশা করা হচ্ছে এবারের ঈদবাজার থেকে ঘুরে দাঁড়াবেন ব্যবসায়ীরা।’

খোঁজ নিতে গিয়ে জানা গেছে, এরইমধ্যে জমে উঠেছে চট্টগ্রামের শাড়ি, থান কাপড় এবং তৈরি পোশাকের অন্যতম পাইকারি বাজার টেরিবাজার। ক্রেতাদের উপচেপড়া ভিড়ের ফলে দম ফেলার ফুরসত পাচ্ছেন না বিক্রেতারা। পাইকারদের পাশাপাশি নানান ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, তৈরি পোশাক এবং থান কাপড় কেনার জন্য খুচরা ক্রেতারাও ভিড় জমাচ্ছেন ঐতিহ্যবাহী এ বাজারে। টেরিবাজারের পাশাপাশি ঈদকেন্দ্রিক ক্রেতাদের ভিড় বেড়েছে নগরীর স্যানমার ওশান সিটি, ভিআইপি টাওয়ার, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, সেন্ট্রাল প্লাজা, ইউনেস্কো স্কয়ার, মতি টাওয়ার, গুলজার টাওয়ার, মতি কমপ্লেক্স, চক সুপার, চক ভিউ, আখতারুজ্জামান সেন্টারসহ বিভিন্ন শপিংমলে। একইসঙ্গে নিম্নমধ্যবিত্ত ও গরিবের বাজার খ্যাত তামাকুমুন্ডি লেন ও রিয়াজউদ্দিন বাজারেও ক্রেতার উপস্থিতি লক্ষণীয়। শপিংমল ও মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও বেড়েছে ক্রেতার আনাগোনা। ফুটপাতে লুঙ্গি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, জুতা, পাঞ্জাবি, টুপি, বেল্ট ও নারীদের সালোয়ার কামিজসহ সব ধরনের কসমেটিকসও পাওয়া যাচ্ছে। ঈদের নতুন পোশাক ছাড়াও ঈদকে সামনে রেখে সোনার গয়না, জুতা এবং ঘরের আসবাবপত্রসহ আরও কিছু পণ্যের বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেড়েছে। ভিআইপি টাওয়ার ব্যবসায়ী সমিতির সহসভাপতি জালাল হোসেন বলেন, ‘করোনার কারণে গত দুই ঈদে ব্যবসায়ীরা খুব একটা বেচাকেনা করতে পারেননি। তাই ব্যবসায়ীদের বড় ধরনের লোকসান হয়েছে। ফলে  অনেকে দোকান বন্ধ করে গ্রামে চলে গেছেন। এবার করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতার উপস্থিতি বেড়েছে। এতে ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হয়েছে।’

সর্বশেষ খবর