শিরোনাম
শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি

আসন্ন ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ। গতকাল রাজধানীর মিরপুর কার্যালয়ে বাকশিস ও বিপিসির আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই দাবি জানানো হয়। বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। ড. এ কে এম আবদুল্লাহ, অধ্যক্ষ রহিমা খন্দকার, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল, অধ্যাপক জহির উদ্দিন আজম, অধ্যক্ষ আবদুল মোনায়েম প্রমুখ। বক্তারা শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় করণের দাবি জানান। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর