বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সংকট মোকাবিলায় বদর যুদ্ধের চেতনা ধারণ করতে হবে

ইসলামী ঐক্য আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলন নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান বিশ্বের সংকট মোকাবিলায় বদর যুদ্ধের চেতনা ধারণ করতে হবে। বদর যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যে। গতকাল রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর ‘ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা ও বর্তমান মুসলিম বিশ্বের নেতৃত্ব’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এ কথা বলেন। ঢাকা মহানগরীর আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, কাজী আবুল খায়ের, অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, মাওলানা এ এম এম কামাল উদ্দীন, মাওলানা ফারুক আহমাদ, মো. আবু বকর সিদ্দিক।

বক্তারা বলেন, মুসলিম নেতৃত্ব আজ আপসকামিতায় ব্যস্ত। হক ও বাতিল একাকার করতে দারুণভাবে খড়গহস্ত। দেশে দেশে মুসলমানরা নেতৃত্বের মহাসংকটে। তাই মুসলিম বিশ্বের সব সংকট মোকাবিলায় বদর যুদ্ধের চেতনা ধারণ করতে হবে। কারণ বদর যুদ্ধের চেতনা যুগে যুগে মুসলিমদের জন্য চেতনার বাতিঘর। নেতৃবৃন্দ ঈদের আগেই গ্রেফতারকৃত আলেমদের মুক্তির জন্য জোর দাবি জানান।

সর্বশেষ খবর