শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্ত হাট চালু হচ্ছে শিগগিরই

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ ‘সীমান্ত হাট’ খুব শিগগিরই চালু হবে। সে ক্ষেত্রে এই প্রথম বর্ডার হাট পেতে চলেছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার কলকাতার ‘ভারত চেম্বার অব কমার্সে’ আয়োজিত ‘ইন্ডিয়া-বাংলাদেশ : নিউ হরিজনস অব ট্রেড অ্যান্ড বাইলেটারাল রিলেশন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতা দেওয়ার ফাঁকে এ তথ্য দিলেন।

মন্ত্রী বলেন, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলাপকালে তাকে বলেছি ভারতের অন্য রাজ্যগুলোতে সীমান্ত হাট থাকলেও পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো সীমান্ত হাট নেই। মমতাকে বাংলাদেশের মন্ত্রী প্রস্তাব দেন, লালমনিরহাট জেলার ভূরুঙ্গামারী, বিপরীত দিকে পশ্চিমবঙ্গের কোচবিহার দিনহাটা সীমান্ত। আমি ওইসব এলাকায় মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশের ওই জায়গাটা দেখেও এসেছি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা সেখানে করতে চাই। আমাদের প্রস্তাব দিন। আমরা সেটা বিবেচনা করে দেখছি।’

সর্বশেষ খবর