শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
বাবার কোলে শিশু হত্যা

প্রধান আসামির স্বীকারোক্তি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে বহুল আলোচিত বাবার কোলে থাকা তাসপিয়া আক্তার জান্নাতকে (৩) গুলি করে হত্যার মামলায় চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া মামলার প্রধান আসামি রিমন বাহিনীর প্রধান রিমন দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল এ তথ্য জানান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সবজেল হোসেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সুজন, সোহেল উদ্দিন, নাইমুল ইসলাম ও আকবর হোসেন। দুপুরে বেগমগঞ্জের ৩ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালত এ আদেশ দেয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম জানান, সকালে পাঁচ আসামির জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

সর্বশেষ খবর