শিরোনাম
শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
ট্রান্সপারেন্সির সম্মেলন থিম

গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, দুর্নীতির মূলোৎপাটন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

১৮০ দেশের ১০ সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পাঁচ দিনব্যাপী ২০তম আন্তর্জাতিক সম্মেলন হবে ওয়াশিংটন ডিসিতে এবং তা ডিসেম্বরের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত চলবে।

বাইডেন প্রশাসনের পক্ষে এ সম্মেলন আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টের ‘ব্যুরো অব ইন্টারন্যাশনাল নারকটিস অ্যান্ড ল এনফোর্সমেন্ট অ্যাফেয়ার্স’। এবারের সম্মেলনের স্লোগান- ‘দুর্নীতির মূলোৎপাটন : গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা’।

সম্মেলনের তথ্য প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্ট উল্লেখ করেছে, দুর্নীতির ব্যাপকতা গণতন্ত্রকে অবদমিত করে, মানবাধিকারের মর্যাদার প্রতিও সম্মান দেখানো হয় না। বিনিয়োগ ব্যাহত হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে দাঁড়ায়, সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং অপরাধ তৎপরতা বেড়ে যায়। এ পরিস্থিতিকে উন্নয়ন-অগ্রগতি এবং সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতির প্রতি হুমকি বিবেচনা করে বাইডেন প্রশাসন এরই মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।

সর্বশেষ খবর