সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মোংলা বন্দরে রেডিও ল্যাবের কাজ দ্রুত শেষ করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

মোংলা বন্দরে স্থাপিত হচ্ছে সর্বাধুনিক ‘রেডিও অ্যাকটিভিটি টেস্টিং মনিটরিং ল্যাব’। সংসদীয় কমিটি এ ল্যাব স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করেছে। একইসঙ্গে অবকাঠামগত সুযোগ-সুবিধা নিশ্চিত করারও সুপারিশ করে। পাশাপাশি ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটার্লজির মাইনিং কার্যক্রমের পরিসীমা বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণেও তাগিদ দেওয়া হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি আ ফ ম রুহুল হক। বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, কমিটি সদস্য শফিকুল আজম খান, মোজাফ্ফর হোসেন,  শিরীন আহমেদ, হাবিবে মিল্লাত, মো. আক্তারুজ্জামান বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পসহ বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্রের নির্মাণকাজ, সৈকতে বালি আহরণ কেন্দ্র, রেডিও অ্যাকটিভিটি টেস্টিং অ্যান্ড মনিটরিং ল্যাব, বিসিএসআইআরের অন্তর্ভুক্ত বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্র, চামড়া গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটার্লজির কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ খবর