শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জাকাতভিত্তিক অর্থব্যবস্থা ছাড়া দারিদ্র্যবিমোচন অসম্ভব : নেজামে ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাকাতভিত্তিক অর্থব্যবস্থা ছাড়া দরিদ্রতা বিমোচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক। তিনি বলেন, গরিবি হঠাও এবং দরিদ্রতা বিমোচনের জন্য পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা গোটা বিশ্বে আজ ব্যর্থ প্রমাণিত। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি শায়খুল হাদিস মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মুমিনুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আমির হোসেন হিরা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ আখন্দ, মাওলানা আসাদুল্লাহ, কবি মাহফুজুর রহমান সুমন।

সর্বশেষ খবর