রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

ঈদ জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার অপেক্ষায় দেশবাসী। এর মধ্যে ঈদের নামাজ আদায় করার জন্য জাতীয় ঈদগাহসহ দেশব্যাপী ঈদমাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়ে গেছে। রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিক, রাজনীতিবিদসহ নগরীর সব শ্রেণি-পেশার মানুষ ঈদের এ প্রধান জামাতে অংশ নেবেন। প্রায় পাঁচ হাজার নারীসহ প্যান্ডেলের ভিতর ৩৫ হাজার মুসল্লি এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। সাধারণ ঝড়-বৃষ্টিপাত নিরোধী প্যান্ডেলে মাথার ওপর আছে সিলিং ফ্যান ও মাটির ওপর বসার জন্য ত্রিপলের ওপর ম্যাট ও চাদর। ঈদ জামাত চলাকালীন বজ্রপাত ঠেকাতে এবার ঈদগাহ মাঠে বজ্র প্রতিরোধ দণ্ড স্থাপন করা হয়েছে। ঈদ জামাত অনুষ্ঠানে কোনো ব্যত্যয় হবে না বলে আশা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে আবহাওয়া বেশি দুর্যোগপূর্ণ থাকলে ঈদের প্রধান জামাত ঈদগাহ মাঠে না হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

ঈদ জামাত ঘিরে এবার থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবে ওয়াচ টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরা। জাতীয় ঈদগাহে থাকবে তিনটি প্রবেশ পথ। এর মধ্যে প্রধান ফটক সর্বসাধারণের জন্য, একটি নারীদের জন্য ও একটি ভিআইপিদের জন্য।

সর্ববৃহৎ ঈদ জামাত গোরে শহীদ শোলাকিয়ায় : দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। ৩২ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই ঈদগাহে একসঙ্গে প্রায় ১০ লাখ ঈদের নামাজ আদায় করে থাকেন। ২০১৭ সাল থেকে এই ঈদগাহে বৃহৎ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া বরাবরের মতো এবারও দেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ১০টায়। এই ঈদ জামাতে ইমামতি করবেন আল্লামা ফরীদউদ্দীন মাসঊদ।

বায়তুল মোকাররমে পাঁচ জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, ৮টায় দ্বিতীয় জামাত, সকাল ৯টায় তৃতীয় জামাত, সকাল ১০টায় চতুর্থ জামাত এবং বেলা পৌনে ১১টায় পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা আবাসিক এলাকা : বসুন্ধরা আবাসিক এলাকায় পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বড়মসজিদ বা মারকাজুল ফিকহিল ইসলামীতে, (সকাল সোয়া ৭টায় উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক), সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল ৮টা ৩০ মিনিটে ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক)।

রাজধানীতে ঈদুল ফিতরের সর্বপ্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। গুলশান সেন্ট্রাল মসজিদে। এ ছাড়া সকাল সাড়ে ৭টায় গুলশান সেন্ট্রাল মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে আহলে হাদিসের ঈদ জামাত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে, তবে আবহাওয়া বিরূপ থাকলে পুরান ঢাকার বংশাল পঞ্চায়েত কমিটির ব্যবস্থাপনায় বংশাল বড় জামে মসজিদে দুটি জামাত, সকাল সাড়ে ৭টায় মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লা ঈদগাহ পার্ক ও খেলার মাঠ। শনিরআখড়ায় পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদে (প্রথম জামাত) অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ ও দেওয়ানবাগ দরবার শরিফের মতিঝিলের বাবে মদিনায় জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দক্ষিণ শাজাহানপুর রেলওয়ে কলোনির বায়তুল জান্নাত জামে মসজিদ, সকাল ৯টায় গুলশান সেন্ট্রাল মসজিদে তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহত জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ মাঠে। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের স্বরূপকাঠির ছারছিনা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠির এনএস কামিল মাদরাসা মাঠে ঈদের তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফা (র.) দরবার শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে ও সকাল ৯টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। একইভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় পবিত্র ইদুল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহরের শতাধিক ঈদগাহ মাঠে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। শহরের খানপুর হাসপাতাল রোডে দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৯টায়। ফতুল্লার কাশিপুর ঈদগাহে সকাল ৭টায় ও ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর