শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন

তিনবিঘা করিডোরের গেট দুই ঘণ্টা বন্ধ রাখে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নে যাতায়াতের সড়ক তিনবিঘা করিডোর পরিদর্শন করেন। এ সময় সড়কটি দুই ঘণ্টা বন্ধ করে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর ফলে করিডোর গেটের দুই দিকে কড়া রোদের মধ্যে আটকা পড়েন শত শত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ও দর্শনার্থী। অমিত শাহ সকালে বিএসএফের হেলিকপ্টারে তিনবিঘা হেলিপ্যাডে নামেন। সেখান থেকে তিনি সড়কপথে তিনবিঘা করিডোরে এলে তাঁকে অভ্যর্থনা জানান বিএসএফ মহাপরিচালক পঙ্কজ সিং ও পদস্থ সরকারি কর্মকর্তা- উত্তরবঙ্গের আইজি অজয় কুমার সিং, কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার। এ সময় ভারতীয় ৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা করিডোরের চারদিক পর্দা দিয়ে ঘিরে রাখেন। সেখানে করিডোর ও সীমান্ত পরিস্থিতি বিষয়ে অমিত শাহ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজেপি নেতারা অংশ নেন। এ সময় বাংলাদেশি কোনো গণমাধ্যম ও বিজিবিকে কাছে ঘেঁষতে দেয়নি বিএসএফ। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এফ এম আজমল হোসেন খান বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এটা বিএসএফ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। দীর্ঘ সময় করিডোর বন্ধের বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সঙ্গে আলোচনা করব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর