শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

ভোজ্যতেলের দাম বাড়ায় আজ দেশব্যাপী সিপিবির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ভোজ্যতেলের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিকাল সাড়ে ৪টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভে বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের গণবিরোধী কার্যক্রম রুখে দাঁড়াতে রাজপথে সোচ্চার হতে হবে, জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। ভোজ্যতেল নিয়ে কারসাজি, সিন্ডিকেট-মজুদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা হচ্ছে। সরকারের গণবিরোধী নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সারা দেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালু, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তোলার দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ করবে সিপিবি। বিক্ষোভ কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানান সিপিবি নেতৃবৃন্দ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর