রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

সিলেটে এক দিনে দুই ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এক দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ৩ ঘণ্টা বন্ধ থাকে। যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন গতকাল সকাল ৬টায় সিলেট রেলস্টেশনের নিকটবর্তী লালমাটিয়ায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যাত্রীরা পড়েন দুর্ভোগে। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যে যাত্রা করেন। সকাল ৭টার দিকে একটি বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সিলেট রেলস্টেশনে নেওয়া হয়। অন্যদিকে মৌলভীবাজারের মনু এলাকায় গতকাল সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতেও সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পারাবত ট্রেনের ইঞ্জিন পাঠিয়ে সুরমা মেইলকে লাইন থেকে সরিয়ে লংলা স্টেশনে নিয়ে রাখা হয়। ফলে ৩ ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন দুটির ইঞ্জিন বিকল হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের স্টেশনমাস্টার সজীব কুমার মালাকার।

সর্বশেষ খবর