বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা
টোব্যাকোনমিকসের রিপোর্ট

সিগারেটে করারোপে বাংলাদেশের স্কোর পাঁচের মধ্যে ২.৬৩

সিগারেটের কর সংক্রান্ত স্কোরকার্ডে দেখা গেছে, ২০২১ সালে বাংলাদেশের স্কোর পাঁচের মধ্যে ২ দশমিক ৬৩। ১৬০টি দেশের সিগারেট করনীতির কার্যকারিতা মূল্যায়ন করে ইউনিভার্সিটি অব ইলিনয়েস শিকাগোর হেলথ রিসার্চ অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের ‘টোব্যাকোনমিকস’। প্রতিবেদন আকারে এ স্কোর গতকাল প্রকাশ করা হয়। এটি তাদের দ্বিতীয় প্রতিবেদন। বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানে তাদের স্কোর প্রতিবেদনের বাংলাদেশ অংশের ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজক ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহযোগিতায় গবেষণা ও তামাকবিরোধী অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। সভাপতিত্ব করেন সিটিএফকে বাংলাদেশের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান। টোব্যাকোনমিকস টিমের অন্যতম সদস্য ড. নিগার নার্গিস গবেষণার ফলাফল তুলে ধরেন। প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্পপ্রধান হাসান শাহরিয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ এশীয় কর্মসূচির আঞ্চলিক পরিচালক বন্দনা শাহ, শফিকুল ইসলাম, সৈয়দ মাহবুবুল আলম, এ বি এম জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘এ গবেষণার ফলাফল আমাদের নীতিনির্ধারকদের কার্যকর তামাক কর পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখবে। করারোপের মাধ্যমে সিগারেটসহ সব তামাক পণ্যের দাম বাড়িয়ে জনগণের নাগালের বাইরে নিয়ে যেতে হবে, নইলে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব হবে না।’

সামগ্রিকভাবে ট্যাক্স স্কোর কার্ডে বাংলাদেশ ২০১৮ সালের (২.৩৮) তুলনায় ২০২০ সালে (২.৬৩) কিছুটা উন্নতি করলেও সিগারেটের দাম ও করকাঠামোর দিক থেকে কোনো অগ্রগতি হয়নি। এবারেও উভয় ক্ষেত্রে ১ পেয়েছে। ত্রুটিপূর্ণ একাধিক মূল্যস্তরবিশিষ্ট অ্যাডভেলোরেম করকাঠামো এবং সিগারেটের দাম খুবই কম থাকার কারণে বাংলাদেশ সর্বোত্তম দেশগুলোর কাতারে পৌঁছাতে পারেনি। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর