সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা
চার জেলায় অভিযান

উদ্ধার ১৩ হাজার ২০০ লিটার ভোজ্য তেল

প্রতিদিন ডেস্ক

চার জেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ২০০ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়ছে। এর মধ্যে চট্টগ্রামে ৬ হাজার ৪০০, নাটোরে ৪ হাজার ৮০০ ও ভোলায় ২ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। বগুড়ায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর সল্টগোলা এলাকার ঈশান মিস্ত্রি ঘাটের মেসার্স আসআদ নামক ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল সকালে অভিযান চালায় র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ দল। উদ্ধার করা হয় ৬ হাজার ৪০০ লিটার ভোজ্য তেল। মালিককে জরিমানা করা হয় ২ লাখ ৫০ হাজার টাকা। নাটোর : সিংড়ায় ৪ হাজার ৮০০ লিটার পাম অয়েল তেল জব্দ করে পূর্বের দাম অনুযায়ী ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়েছে। গতকাল বিকালে সিংড়া পৌরসভার তেমুক নওগাঁ বাজারের বিমল চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালানো হয়। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। ভোলা : জেলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গুদাম থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ভোজ্য তেলের পরিবেশক মেসার্স মাকসুদুর রহমান এন্টারপ্রাাইজের গুদামে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওইদিন দুপুরে ভোলার লালমোহন উপজেলা শহরের উত্তর বাজারে রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার মো. ফয়সালের একটি গোডাউন থেকে প্রায় ৩০০ লিটার তেল উদ্ধার করা হয়। এ সময় ডিলার ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ তেল লিটার প্রতি ১৬০ টাকা দরে সাধারণ মানুষের কাছে তাৎক্ষণিক বিক্রি করে দেওয়া হয়।  বগুড়া : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় বগুড়ায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বগুড়ার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সদর উপজেলার কালিবালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর