সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশন থেকে এ দাবি জানানো হয়। অধিবেশনে বক্তারা বলেন, তথাকথিত গণকমিশন দেশের ১১৬ জন ওলামা-মাশায়েখ ও ১ হাজার মাদরাসার বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক রিপোর্ট পেশ করেছে। এটা দেশ, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। অনতিবিলম্বে বিতর্কিত এ কমিশনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের ওলামা-মাশায়েখ সর্বস্তরের তৌহিদি জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবেন। সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মওলানা মুহাম্মদ রুহুল আমীন, ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, মাওলানা কাজী আবু বকর সিদ্দীক। শুরার অধিবেশনে অপরাপর কর্মসূচির সঙ্গে আগামী সেপ্টেম্বর মাসকে ‘মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ১৪০০ বছর পূর্তি মাস’ ঘোষণা করা হয় এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর