রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

ছাত্রদলের সভাপতিসহ ২০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

নাশকতার পরিকল্পনায় জড়ো হওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে দুই নেতাকে আটকের পর সেই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন- ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক আবদুর রহমান বাবু। পুলিশ জানায়, শুক্রবার রাতে বেশ কিছু লোক ধানমন্ডির সাতমসজিদ রোডে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে, এমন খবরে সেখানে একটি টিম যায়। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ বেশ কয়েকজন নেতা-কর্মী ছিল। পুলিশ জড়ো হওয়ার বিষয়ে জানতে চাইলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে আজিজ ও বাবু নামে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে ছাত্রদলের সভাপতিসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশে জড়ো হয়।

তারা পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। তাই নাশকতার পরিকল্পনা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর