মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের প্রথম পুনর্মিলনী আয়োজিত হতে যাচ্ছে। আগামী ঈদুল আজহার তৃতীয় দিনে স্কুল প্রাঙ্গণে আনন্দ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ পুনর্মিলনী। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এ ব্যাচের সবাইকে পুনর্মিলনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে অনুষ্ঠানের আয়োজক কমিটি।

আয়োজক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দীর্ঘ ২৩ বছর পর আমরা আবার একসঙ্গে স্কুল মাঠে হাঁটতে চাই, একসঙ্গে আড্ডা দিতে চাই। ১৯৯৯ সালের একদিন যেখান থেকে বিদায় বলেছিলাম বন্ধুদের, ঠিক সেখানেই।’ আয়োজক কমিটি জানায়, ঈদুল আজহার দিনক্ষণ চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় ঈদের দিনকে প্রথম দিন ধরে তৃতীয় দিনে পুনর্মিলনীর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ দিনের আয়োজনে থাকবে র‌্যালি, ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সবচেয়ে বেশি থাকবে প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা। সেই সঙ্গে সুযোগ হবে সব বন্ধুর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার। পুনর্মিলনী সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সাঈদ (০১৭১৭-৬৩৯৮৬৪), সেতু (০১৭১০-৬৪৬৭৭৯), সুজনের (০১৭১২-১৪৯৯৭৪) সঙ্গে যোগাযোগ করা যাবে।

সর্বশেষ খবর