বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৫ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে ‘প্রবাসীর ফ্ল্যাট দখলের অভিযোগ রাজধানীতে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট রিফাৎ নিলয় জোয়ার্দার। প্রতিবাদপত্রে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মো. ওমর ফারুক ও ড. মো. আবুল মাসরুর ধানমন্ডিতে অবস্থিত তাঁদের সম্পত্তি দেখাশোর জন্য মশিউর রহমান মামুনকে পাওয়ার অব অ্যাটর্নি দেন। মামুন যা কখনই রেজিস্ট্রি করেননি। যার কার্যকারিতা হারিয়ে গেলে পরবর্তীতে ওই দুই প্রবাসী সেই পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করে দেন এবং তা মামুনকে জানিয়ে দেন।

প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদে যেসব তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে সবই মশিউর রহমান মামুনের কাছ থেকে পাওয়া। একই সঙ্গে তিনি তাঁর ফ্ল্যাট দখলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অভিযোগও করেছেন। এসব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

সর্বশেষ খবর