শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি

চট্টগ্রাম থেকে সিলেটগামী মালবাহী রেলগাড়ির তেলবোঝাই ওয়াগন কুমিল্লায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জানা যায়, কুমিল্লা রেলস্টেশনের কাছে শাসনগাছা রেলক্রসিংয়ে গত রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। দীর্ঘ মালবাহী ট্রেনের নবম ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয় বলে জানা যায়। এতে সড়ক পথেও যানচলাচল বন্ধ হয়ে যায়। কুমিল্লা জেলা রেলওয়ের প্রধান প্রকৌশলী মোরসানিলুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, তা খোঁজ করা হচ্ছে। কুমিল্লা স্টেশনের কাছেই ঘটনাটি ঘটায় বিকল্প লাইনে রেল চালুর ব্যবস্থা করা হচ্ছে। গতরাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছিল।

সর্বশেষ খবর