শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

নকল পণ্য-ভেজাল খাদ্য তৈরির অভিযোগে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ৯ প্রতিষ্ঠানকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নকল বৈদ্যুতিক তার, ভেজাল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে ওসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত র‌্যাব-১০ এর চলা অভিযানে এসব জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। 

এ সময় বিএসটিআইর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এসব এলাকায় নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে উর্মি ক্যাবল, আরপি ইলেকট্র্রনিক্স এবং আরইপি ক্যাবলকে ২ লাখ টাকা করে, এডিশন্স ক্যাবলকে ১ লাখ জরিমানা করা হয়। গতকাল র‌্যাব-১০ জানিয়েছে, ভেজাল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে মিমি আইসক্রিমকে দেড় লাখ টাকা, মা আইসক্রিমকে ৫০ হাজার, আম্বর হানিকে ৫০ হাজার, শাহ আলী বেকারিকে ১ লাখ টাকা ও ভারজিন বেকারিকে ২ লাখ টাকা করে ৯টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর